Sunday, October 9, 2016

শাহজালাল এয়ারপোর্ট, রেডিসন হোটেল, মিরপুর স্টেডিয়াম দেখেছো; টাইগারদের দেখনি ! অভিনন্দন টাইগারস

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ৩ ম্যাচ সিরিজে স্বাগতিগরা গত শুক্রবার প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দায়িত্বশীল ব্যাটিং আর চমৎকার বলিং এর মধ্য দিয়ে সিরিজে ১-১ সমতা রক্ষা করে বাংলাদেশ।

শুরুর দিকে ব্যাটিং তেমন ভালো করতে না পারলেও, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের  হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। আবারো ছন্দপতন, প্যাভিলিয়নে ফেরার তাড়া। তবে, মাশরাফিও নিজের জাত চিনালেন ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর ৭৭ ও মাশরাফির ৪৪ রানে ২৩৮ রানের পুঁজি করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিং এ নেমে আগের ম্যাচের সাথে ইংল্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি। যেন হারের প্রস্তুতি নিয়ে ব্যাটিং করতে নেমেছে। ইংল্যান্ডের ব্যাটিং ধসে মিরপুরের দর্শকরা বারবার উল্লাসের ধ্বনি দিচ্ছিলো। নাসিরের নৈপুণ্য, তাসকিনের ধারালো বল, আর মাশরাফির যোগ্য নেতৃত্ব ৩৪ রানে জয় লাভ করে বাংলাদেশ। সব মিলিয়ে এ জয় বাংলাদেশরই প্রাপ্য।

ইংল্যান্ড আগের ম্যাচে ধৈর্য হারানো বাংলাদেশকে হয়তো দেখেছে, কিন্তু অদম্য বাংলাদেশকে দেখেনি। তাই নির্দ্বিদায় বলতে হয়- শাহজালাল এয়ারপোর্ট, রেডিসন হোটেল, মিরপুর স্টেডিয়াম দেখেছো; টাইগারদের দেখনি !

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।

No comments:

Post a Comment